Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুড়িহাট্টায় কেমিক্যালের পেছনে কোনো সংস্থার অবহেলা থাকলে ব্যবস্থা


২২ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩১
।। সিনিয়র করেসপন্ডেন্ট।। 
ঢাকা: পুরান ঢাকার চকবাজারে চুরিহাট্টায় ওয়াহেদ ভবনের অগ্নিকাণ্ডের পেছনে কেমিক্যাল রাখা, মজুদ ও বিপনন করতে সরকারি সংস্থাগুলোর কোনো প্রকার অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশিষ্ট তদন্ত কমিটি।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ঘটনাস্থল পরিদর্শনকালে তদন্ত কমিটির ওই সদস্যরা সাংবাদিকদের একথা বলেন।
ঘটনাস্থলে উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান (অগ্নি অনু বিভাগ) প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, ভবনটির অগ্নিকাণ্ডের ঘটনায় পেছনে সরকারি সংস্থার কার কি দায়িত্ব ছিল। কে কি অবহেলা করেছে, সে বিষয়টি খতিয়ে দেখব আমরা। এর পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করবো।
তিনি আরও বলেন, আপনারা নিশ্চিত থাকেন যে এই তদন্ত কমিটির তদন্ত আলোর মুখ দেখবে। অল্প সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। তিনি বলেন, আমাদের প্রাথমিক কাজ হবে আগ্নিকান্ডের উৎস খুঁজে বের করা, কারণ খুঁজে বের করা এবং ভবিষ্যৎ এধরণের দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারে সরকারকে কর্মপরিকল্পনা নির্ধারণের পরামর্শ দেওয়া।
এই তদন্ত কমিটির আরেক সদস্য লালবাগ বিভাগের উপ কমিশনার ইব্রাহিম খান বলেন,পুরান ঢাকার অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে অবহেলাজনিত কারণ উল্লেখ করে প্রাণহানির ঘটনায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত প্রতিবেদনে যাদের অবহেলার নাম আসবে তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে।
এ ভয়াবহ অগ্নিকাণ্ডের উৎস, কারণ ও সার্বিক বিষয় সরেজমিনে তদন্তপূর্বক ৭ দিনের মধ্যে মতামত ও সুপারিশ প্রদান করতে হবে কমিটিকে।
সারাবাংলা/ইউজে/জেএএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর