Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অগ্নিদগ্ধদের দেখতে ঢামেক হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী


২৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৪৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: চকবাজারে আগুনে দগ্ধ ও আহতদের খোঁজ-খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত রোগীদের খোঁজ-খবর নিতে যাবেন।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে। বার্ন ইউনিটে চিকিৎসাধীনদের খোঁজ-খবরও নেবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: অগ্নিদগ্ধদের দেখতে কাল ঢামেক হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী

এরআগে বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যু হয়েছে। সে দিন সারা রাত জেগে থেকে প্রতি মুহূর্তের খোঁজ-খবর নেন সরকার প্রধান। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। এছাড়া পরবর্তীতে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের যথাযথ চিকিৎসা দেয়ার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে চুড়িহাট্টার হাজী ওয়াহেদ ম্যানসনে। পরে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ভবনে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন। উদ্ধার পরবর্তী সময়ে ৬৭ জনের মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪১ জন।

সারাবাংলা/এনআর/এমএইচ

অগ্নিদগ্ধ ঢামেক বার্ন ইউনিট প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর