Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিওএমএস: সাত দেশের ১২০০ চিকিৎসক আসছেন বাংলাদেশে


১৯ জানুয়ারি ২০১৮ ১৭:৩৫

স্পেশাল করেসপন্ডেন্ট

পঞ্চম জাতীয় এবং দ্বিতীয় আন্তর্জাতিক বাংলাদেশ কনফারেন্স অন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি ২০১৮’তে (বিসিওএমএস ২০১৮) অংশ নিতে সাতটি দেশের খ্যাতনামা প্রায় ১২শ’ চিকিৎসক বাংলাদেশে আসছেন।

আগামী ২০ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) স্বাগতিক বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, জাপান, কোরিয়া ও ভারতের চিকিৎসকরা অংশ নেবেন। এর ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনস (বামোস)।

সমাপণী পর্বে প্রধান হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফয়েজ আহমেদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবুল কাশেম, মহাসচিব ডা. হুমায়ুন কবির বুলবুলের উপস্থিত থাকার কথা রয়েছে।

কনফারেন্সে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনস-এর (বামোস) সভাপতি ডা. রুহুল আমিন, মহাসচিব অধ্যাপক ডা. কাজী বিল্লুর রহমান, বিসিওএমএস আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ ও সেক্রেটারি অধ্যাপক ডা. ইসমত আরা হায়দার লিটা।

সারাবাংলা/জেএ/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর