জাবিতে ক্লাস শুরু কাল, র্যাগিং প্রমাণিত হলে বহিষ্কার
২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৭
।। জাবি করেসপন্ডেন্ট ।।
জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে হচ্ছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) থেকে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান। এছাড়া প্রশাসনিক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবীনদের র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে র্যাগিংকারী শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করে হবে।
মো. আবু হাসান শনিবার দুপুর ১২.৩০ এর দিকে বলেন, ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে কিছুক্ষণের মধ্যেই হল সংযুক্তি দেওয়া হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায় কোটায় ভর্তি প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। এজন্য এই কোটা ছাড়া অন্যরা রোববার থেকে ক্লাসে অংশ নিতে পারবে।
তিনি বলেন, মেধা তালিকায় ১৮৮৯ জন, খেলোয়াড় কোটায় ১১, মুক্তিযোদ্ধা কোটায় ১১৬ ও প্রতিবন্ধী কোটায় ভর্তিকৃত ১৪ জন শিক্ষার্থী ক্লাসে অংশ নিচ্ছেন বলেও জানান তিনি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক এক বছরের জন্য এই বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার করা হবে।’
বিজ্ঞপ্তিতে প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের র্যাগিং প্রতিরোধের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করা হয়।
এতে বলা হয়, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের নেতৃত্বে র্যাগিং বিরোধী সচেতনতামূলক র্যালি করা হবে। এছাড়া ক্লাস শুরুর দিন বিভাগ ও হল প্রশাসন নতুন শিক্ষার্থীদেরকে পূর্ববর্তী সকল ব্যাচের শিক্ষার্থীদের সাথে পরিচয় করিয়ে দেবে।
বিজ্ঞপ্তি অনুসারে, শিক্ষকদের নিয়ে একাডেমিক ভবন ভিত্তিক ভিজিলেন্স টিম গঠন করা হবে, বিভাগীয় সভাপতি ও ছাত্র উপদেষ্টাগণ ৪৭ তম ব্যাচের শিক্ষার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণ ও কাউন্সেলিং করবেন। এতে হল প্রভোস্ট, ওয়ার্ডেন, আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক পালাক্রমে হলে উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীরা হলে উঠার দিন থেকেই হল প্রশাসন নতুন শিক্ষার্থীদের তালিকা প্রণয়ন করবেন। হল প্রশাসনের সাথে সমন্বয় করে প্রক্টরিয়াল বডি হলে প্রবেশ করতে পারবে। প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা শাখার কর্মকর্তারা দিবা-রাত্রি মোবাইল ডিউটি পালন করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার পরে জয় বাংলা গেট ব্যতিত সকল গেট বন্ধ থাকবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে র্যাগিং প্রতিরোধে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হল- শিক্ষক ক্লাসে প্রবেশের পূর্বে শ্রেণিকক্ষের দরজা বন্ধ করা যাবে না, হলে যাতে র্যাগিং না হয় সেজন্য ছাত্রনেতা/নেত্রীদের দায়িত্ব নিতে হবে, ৪৮ ব্যাচের শিক্ষার্থীদেরকে দুর্গম-লোক চলাচল কম-নির্জন স্থানে নেওয়া যাবে না, শিক্ষার্থীদেরকে সার্বক্ষণিক আইডি কার্ড বা লাইব্রেরি কার্ড বা বিভাগের কার্ড সাথে রাখতে হবে। এখন থেকে ব্যাচ দিবস পালন করা যাবে না এবং রাত ১২টার পরে বটতলা সহ বিশ্ববিদ্যালয়ের কোথাও খাবারের দোকান খোলা রাখা যাবে না।
সারাবাংলা/আরএ