Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনয় শিল্পী সংঘে নির্বাচনী তোড়জোড়


২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৪

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সভা। ছবি: ফেসবুক

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।


দেশের টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সব থেকে বড় সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’র দ্বিবার্ষিক নির্বাচন আসন্ন। হিসেব অনুযায়ি গেল ২০১৭-২০১৮ মেয়াদের নির্বাচিতদের মেয়াদ শেষ হয়েছে চলতি ফেব্রুয়ারির ২০ তারিখ। কারণ উক্ত মেয়াদের নির্বাচিতরা শপথ নিয়েছিলেন ওই তারিখেই। ফলে নতুন নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে সংগঠনটিতে।

নির্বাচন উপলক্ষে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দিনভর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অভিনয় শিল্পী সংঘের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শহিদুল আলম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবীব নসিম, জাহিদ হোসেন শোভন, ইন্তেখাব দিনার, আনিসুর রহমান মিলন, আজাদ আবুল কালামসহ সংঘের অন্যান্য সদস্যরা। সভায় নতুন নির্বাচনের কমিশনার হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তাদের নাম ঘোষণা করা হয়।


আরও পড়ুন :  প্রথমবার একসঙ্গে সাবিলা নূর-ইয়াশ রোহান


এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। এছাড়া সহযোগি নির্বাচন কমিশনার হিসেবে আছেন কামাল বায়েজিদ, ড. মোহাম্মদ বারী, আফরোজা বানু এবং এস এ হক অলিক। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের বর্তমান সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম।

নাসিম বলেন, ‘নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করা হয়েছে। এখন সম্মানিত কমিশনার মহোদয়গণ বসে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তারাই নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।’

এদিকে আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সবাই বলছেন আবারও নির্বাচন করতে। গত দুই বছরে বেশ কিছু ভালো কাজ করেছি আমরা। সেই কাজের গতিকে সচল রাখতে পুনরায় নির্বাচনের দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

নির্বাচনের চূড়ান্ত তারিখ জানা না গেলেও মার্চ কিংবা এপ্রিল মাসের দিকে নির্বাচন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন নাসিম।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

.   হিন্দি ছবির দাপটের মুখে জয়া ও আরিফিন শুভ

.   কলকাতায় নির্বাচন করবেন হেমা মালিনী!

.   ১৯ বছর পর সালমান-বানসালী

.   প্রথমবারের মতো নাম ভূমিকায় তিশা


অভিনয় শিল্পী সংঘ নির্বাচন-২০১৯ আফরোজা বানু আহসান হাবিব নাসিম এস এ হক অলিক কামাল বায়েজিদ ড: মোহাম্মদ বারী সৈয়দ হাসান ইমাম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর