চকবাজারের আগুনে বিএনপির সম্পৃক্ততার সন্দেহ তথ্যমন্ত্রীর
২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: রাজধানীর চকবাজারে মর্মান্তিক অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যুর ঘটনা নিয়ে বিএনপির মহাসচিবের বক্তব্যের সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এই বক্তব্যের কারণে অগ্নিকাণ্ডে বিএনপির সম্পৃক্ততা আছে বলেও সন্দেহ করছেন তিনি।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজারে নিজ বাসভবনে দু’জন কবির লেখা দু’টি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
অগ্নিকাণ্ড নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ড. হাছান মাহমুদ বলেন, ‘তিনি (মির্জা ফখরুল) বলছেন গণতন্ত্র নেই বিধায় চকবাজারে আগুন লেগেছে। চকবাজারে আগুনের সাথে গণতন্ত্রের কী সম্পর্ক আমি জানি না। তবে এ কথার মাধ্যমে এটি ব্যাখ্যা দেয়া যায় যে, পেট্রোলবোমার মতো এটার সাথে (চকবাজারে আগুন) তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, সেটি খতিয়ে দেখা প্রয়োজন।’
তথ্যমন্ত্রী দাবি করেন, এই বক্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল এই অগ্নিকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকার বিষয়টি মেনে নিয়েছেন। বলেন, ‘ফখরুল সাহেব সম্পর্কে আমার ধারণাটা অনেক উচ্চ ছিল। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তিনি প্রচণ্ড অবান্তর কথা বলছেন। গণতন্ত্র নেই বলে চকবাজারে আগুন লেগেছে এটি কী রকম দায়িত্বহীন কথা? আমি ফখরুল সাহেবকে বলবো যে, এধরণের অবান্তর কথা না বলে পার্শ্ববর্তী দেশগুলো থেকে শিক্ষা নিন।’
ভারতে জঙ্গি হামলায় সেনা জওয়ান নিহতের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, ‘এই ঘটনার পর ভারতের সকল বিরোধী দল যেভাবে সরকারকে সহযোগিতা করছে, সেটা থেকে শিক্ষা নিন।’
শনিবার কবি আবদুর রউফ এর কাব্যগ্রন্থ ‘দৃষ্টির গোপন গহিনে’ এবং কবি মনজিল মুরাদ লাভলু’র কাব্যগ্রন্থ ‘ভাঁজ ভাঙ্গা ঘ্রাণ’র মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী। এসময় সন্তানদের হাতে স্মার্টফোনের বদলে কবিতার বই তুলে দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর সেকান্দর চৌধুরী ও আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম। সাংবাদিক আজাদ তালুকদার এতে সভাপতিত্ব করেন।
সারাবাংলা/আরডি/এসএমএন