Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাতে ব্যালট বাক্স ভরেছে আর দিনে নিজেদের মতো ফল ঘোষণা করেছে’


২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সুনামগঞ্জ: বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গত ৩০ ডিসেম্বরের নির্বাচন দিবা-রাত্রির ক্রিকেট খেলার মত হয়েছে। রাতে তারা (আওয়ামী লীগ) ব্যালট বাক্স ভরে রেখেছে আর দিনে নিজেদের মত করে ফলাফল ঘোষণা করেছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের স্থানীয় কমিউনিটি সেন্টারে মামলা, কারাবন্দি ও হামলায় ক্ষতিগ্রস্তদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপির এ নেতা বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচনের নামে যে নাটক, সেটা ২৯ ডিসেম্বর সন্ধ্যার দিকেই হয়েছে। এই নাটক করার জন্য সারা দেশের বিএনপির নেতাকর্মীদের নামে দুই মাস আগে থেকে গায়েবি মামলা দেওয়া শুরু হয়। নির্বাচনের সময় যত ঘনিয়ে এসেছে মামলা ও গ্রেফতারের সংখ্যাও বেড়েছে। গ্রেফতার করার একটাই উদ্দেশ্য ছিল নির্বাচনি মাঠে যেন কেউ থাকে না, তারা একাই মাঠে খেলবে।’

নির্বাচন এখন ৮টা আর ৪টা পর্যন্ত হয় না উল্লেখ করে ডা. জাহিদ বলেন, ‘নির্বাচন এখন আগের দিন রাতে শুরু এবং পরের দিন দুপুর ২টার মধ্যে ভোট গণনা শেষ হয়। আর এখন ভোট গুণতেও হয় না। কারণ অন্য দলের পোলিং এজেন্ট থাকে না। আর থাকলেও জোর করে বের করে দেওয়া হয়।’

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপাসন খালেদা  জিয়ার উপদেষ্টা সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল। এসময় জামিনে মুক্ত নেতাকর্মী মামলায় আবদ্ধ নেতারা ও কারাবন্দি নেতাদের স্বজনরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর