Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উন্নয়নের নামে লুটপাট শুরু হয়েছে’


১৯ জানুয়ারি ২০১৮ ১৮:৪২

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বর্তমান সরকারের আমলে উন্নয়নের নামে লুটপাট শুরু হয়েছে। তারা উন্নয়নের নামে ‘যশোর রোডে’র ২ হাজার ৩১২টি গাছ কেটে ফেলতে চায়। কিন্তু যে উন্নয়ন প্রকৃতিকে ধ্বংস ডেকে আনে, সে উন্নয়ন বাংলাদেশের প্রয়োজন নেই।

‘যশোর রোডে’র যশোর-বেনাপোল অংশের দু’পাশের শতবর্ষী গাছগুলো গাছগুলো কাটার সিদ্ধান্তের প্রতিবাদে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নাগরিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

নাগরিক সমাবেশে বক্তারা বলেন, আমরা কোনোভাবেই যশোর রোডের গাছ কাটতে দেব না। আমরা যশোর রোডের ইতিহাসের সাক্ষী এই ঐতিহাসিক গাছ কেটে সরকারের তথাকথিত উন্নয়ন সমর্থন করতে পারি না।

বক্তরা আরও বলেন, এই সরকার প্রকৃতিকে বাঁচাতে ব্যর্থ। তারা অতীত ও ভবিষ্যৎ লুট করতে চায়। দেশে কৃষকের জমি দখল, ফসল মাঠ নষ্ট, ও শত বছরের গাছ কেটে উন্নয়নের নামে তারা নোংরামি শুরু হয়েছে।

নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন— যশোর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান লেখক-শিক্ষাবিদ আমীরুল আলম খান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাইদ সাকি, লেখক-সাবাদিক ফারুক ওয়াসিফ, সাবেক ছাত্রনেতা আবু নাসের অনিক, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক কাকন বিশ্বাস, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ইকবাল কবির,  ব্যারিস্টার জ্যোতিময় বড়ুয়া প্রমুখ।

সারাবাংলা/এসও/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর