Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইডেন কলেজের অধ্যক্ষ খুন: প্রধান আসামি রেশমা গ্রেফতার


২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫২ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর অ্যালিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যার ঘটনায় গৃহকর্মী রেশমাকে গ্রেফতার করেছে পুলিশ।

রেশমা এ হত্যা মামলার প্রধান আসামি। মাহফুজাকে হত্যার পর এতদিন রেশমা আত্মগোপনে ছিলেন। পরে নিউমার্কেট থানা পুলিশ অভিযান চালিয়ে রেশমাকে রোববার (২৪ ফেব্রুয়ারি) গ্রেফতার করে।

এর আগে একই মামলায় অধ্যক্ষ মাহফুজা চৌধুরীর অপর গৃহকর্মী স্বপ্নসহ দুইজনকে গ্রেফতার করেছিল পুলিশ।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ার ভবনে নিজ বাসা থেকে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের পর থেকেই ওই বাসার গৃহকর্মীরা নিখোঁজ ছিল।

বিজ্ঞাপন

এরপর ১১ ফেব্রুয়ারি নিহতের স্বামী ইসমত কাদির গামা দুই গৃহকর্মী স্বপ্না (৩০) ও রেশমাকে (৩৬) আসামি করে নিউমার্কেট থানায় মামলা দায়ের করেন।

মৃত মাহফুজা চৌধুরী পারভীনের ময়নাতদন্ত শেষে ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানিয়েছিলেন, মৃতের নারীর ঠোঁটে, মুখে ও আঙুলে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। একটা আঙ্গুল ভাঙা ছিল। তাকে মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/একে

 

ইডেন কলেজ খুন মাহফুজা আক্তার