Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকবাজারে কারা কেমিক্যাল রাখছে খুঁজে বের করতে হবে: এইচ টি ইমাম


২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:০২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: চকবাজারে কারা কেমিক্যাল রাখছে তাদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। রোববার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ, পরিসংখ্যানের ভূমিকা শীর্ষক’ এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে এইচ টি ইমাম বলেন, ‘যার যে ক্ষমতা তা প্রয়োগ করা উচিত। ফায়ার সার্ভিসের উচিত ছিল আগেই সেখানে গিয়ে অনুসন্ধান করা। পুলিশের দায়িত্ব ছিল তারাও কেমিক্যালগুলো সরায়নি। বলা হয়েছে প্রভাবশালীরা সেখানে কেমিক্যাল রাখছে, কিন্তু তারা কারা? তাদের খুঁজে বের করতে হবে।’

তিনি আরও বলেন, ‘চকবাজারে আগুনে ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়েছে। দাহ্য ও অতিদাহ্য পদার্থ ওখানে কিভাবে থাকলো? এজন্য জরিপ করা দরকার। কোনটা ক্ষতিকর কেমিক্যাল, কোনটা কোথায় থাকা উচিত এগুলো নিয়ে পরিসংখ্যান ব্যুরোর জরিপ করা দরকার।’

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিবিএস এর মহাপরিচালক কৃষ্ণা গায়েন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনএসডিএস ইমপ্লিমেন্টেশন প্রজেক্টের পরিচালক মো. দিলদার হোসেন।

সারাবাংলা/জেজে/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর