ডাকসু নির্বাচন: ছাত্রলীগের সাবেক নেতাদের প্যানেল ঘোষণা সোমবার
২৪ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৪৫
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আরও একটি প্যানেল দিচ্ছেন ছাত্রলীগের সাবেক নেতারা। ‘বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক শিক্ষার্থী‘দের ব্যানারে সোমবার সকালে মধুর ক্যান্টিনে এই প্যানেল ঘোষণা করা হবে। ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সোহান খান এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, ডাকসু নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক শিক্ষার্থীদের ব্যানারে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতাদের নেতৃত্বে একটি প্যানেল ঘোষণা করা হবে। এই প্যানেলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ক্যাম্পাসভিত্তিক সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রগতিশীল সংগঠনের নেতাদের অন্তর্ভুক্ত করে প্যানেল ঘোষণা করা হবে। এই প্যানেলে নেতৃত্ব দেবেন ছাত্রলীগের একাংশের নেতারা।
দলীয় সূত্র আরও জানায়, আগামীকাল ঘোষণা হতে যাওয়া প্যানলেটিতে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া কোনো ছাত্রনেতাকে ঠাঁই দেওয়া হবে না। কেন্দ্রীয় প্যানেল ভিপি, জিএস ও এজিএস পদে ইতোমধ্যে প্রার্থীদের নাম ঠিক করা হয়েছে।
প্যানেলের বাকি সদস্যদের নাম রাতের মধ্যেইই চূড়ান্ত করা হবে বলেও জানান নেতারা। তবে হল সংসদ প্যানেলে আপাতত কোনো প্যানেল ঘোষণা করবে না বলে জানান। ঘোষিত প্যানেলের সঙ্গে গ্রুপিং এড়াতেই হলে হলে প্যানলে না দেওয়ার সিদ্ধান্ত রয়েছে ছাত্রলীগের সাবেক নেতাদের।
নেতারা ছাত্রলীগ ঘোষিত প্যানেলের সমালোচনা করে অভিযোগ করেন, বাংলাদেশ ছাত্রলীগের যে প্যানেলটি ঘোষণা করা হয়েছে, এতে সাধারণ শিক্ষার্থীদের ভোট ব্যাংকের বিষয়ট মাথায় না রেখে পকেটম্যানদের দিয়ে প্যানেল ঘোষণা করা হয়েছে।
বিশেষ এক অঞ্চল থেকে শীর্ষ পদে দুইজনকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে ভোটের হিসাবের অংক ও সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতার বিষয়টি এড়িয়ে গিয়ে একতরফাভাবে প্যানেল দেওয়া হয়েছে। তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং তাদের তাদের প্রত্যাশার জায়গা থেকে আগামীকাল সবার কাছে গ্রহণযোগ্য প্যানেল ঘোষণা করতে যাচ্ছেন ছাত্রলীগের সাবেক নেতারা।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. সোহান খান সারাবাংলাকে বলেন, ‘ডাকসুর কেন্দ্রীয় প্যানেল ঠিক করা হয়েছে। আগামীকাল সকাল ১১টায় ঘোষণা করা হবে।’
এটি কি ছাত্রলীগের কাউন্টার প্যানেল হতে যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে সোহান খান জানান, ‘এটি সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার প্যানেলে। ’ এটি কারও কাউন্টার প্যানেল নয় বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে, রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল ঘোষণা করা হয়। প্যানেলে রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও এজিএস পদে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ডাকসুতে শোভন-রাব্বানী-সাদ্দাম পরিষদ ছাত্রলীগের
আগামী ২৭ ফেব্রুয়ারি বুধবার বেলা ১২টায় সংশ্লিষ্ট হলগুলোর নোটিশ বোর্ডে এবং http://ducsu.du.ac.bd/ওয়েব সাইটে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। প্রকাশিত তালিকার বিষয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে ২৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ১২টার মধ্যে তা ডাকসুর সভাপতির (উপাচার্য) নিকট লিখিতভাবে জানাতে হবে।
২ মার্চ, শনিবার বেলা ১টা পর্যন্ত লিখিত ও স্বাক্ষরকৃত আবেদনসহ সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসারের কাছে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে যেকোনো প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবে।
৩ মার্চ, রোববার বিকেল ৪টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা হলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৫ মার্চ, মঙ্গলবার বেলা ১২টায় সম্পূরক ভোটার তালিকা হলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
১১ মার্চ সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হবে। সংশ্লিষ্ট হলের ভোটার (আবাসিক ও অনাবাসিক) তার নিজ হলের ভোটকেন্দ্র বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবে।
সারাবাংলা/এনআর/এসবি/এমএনএইচ