শাহ আমানতের স্বাভাবিক কার্যক্রম শুরু
২৪ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৫২
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিনতাই চেষ্টার কারণে প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ২ মিনিট থেকে বিমানবন্দনটির স্বাভাবিক কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই আলম।
এই কর্মকর্তা জানান, সাড়ে ৫টায় বাংলাদেশ বিমানের ওই উড়োজাহাজটির জরুরি অবতরণের পর থেকে আর কোনও উড়োজাহাজ বিমানবন্দরে নামেওনি, ছেড়েও যায়নি। পরে রাত ১০টা ২ মিনিটে বিমানবন্দরের সব কার্যক্রম আবার স্বাভাবিক হয়।
কয়েকটি সূত্র জানিয়েছে, এই সময় বাংলাদেশ বিমানের চারটি আন্তর্জাতিক ও একটি অভ্যন্তরীণ, রিজেন্ট এয়ারওয়েজের তিনটি আন্তর্জাতিক ও দুইটি অভ্যন্তরীণ ফ্লাইট আটকা পড়ে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টার থেকে জানানো হয়েছে, দুবাইগামী ছিনতাইয়ের শিকার ওই বিমানটির যেসব যাত্রীরা এখনও আটকে আছেন তাদের বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে পাঠানো হবে।
আরও পড়ুন: ৮ মিনিটেই ‘পরাভূত’ উড়োজাহাজ ছিনতাইকারী
সারাবাংলা/এমএমএন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বিমান ছিনতাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স