চকবাজারে আহত শ্রমিকদের সহায়তা দিলেন শ্রম প্রতিমন্ত্রী
২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১৭
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: চকবাজারের চুড়িহাট্টায় আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন শ্রমিকদের জন্য সহায়তার চেক দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রতিমন্ত্রী হাজী ওয়াহেদ ম্যানসনে আগুনের ঘটনায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন শ্রমিকদের দেখতে যান। এসময় তিনি সেখানে চিকিৎসাধীন সাত শ্রমিকের স্বজনদের হাতে একেকজনের জন্য ৫০ হাজার টাকা করে মোট সাড়ে তিন লাখ টাকার চেক তুলে দেন।
চুড়িহাট্টার আগুনের ঘটনায় মোট ৬৭ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ওই দুর্ঘটনায় আহত হন ৪১ জন। এর মধ্যে ১০ শ্রমিক দগ্ধ অবস্থায় ভর্তি হন হাসপাতালে। ঢামেক হাসপাতালের সাত জনের বাইরে বাকি তিন জনের দু’জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং একজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (২৫ ফেব্রুয়ারি) এই তিন শ্রমিকের সহায়তার চেক দেওয়া হবে বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, অতিরিক্ত সচিব শাহজাহান মিশা, শ্রম অধিদফতরের মহাপরিচালক শিবনাথ পাশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক অমর চান বণিক এবং বার্ন ইউনিটের উপপরিচালক ডা. বিদ্যুত কান্তি পাল উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এইচএ/টিআর