Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকবাজার অগ্নিকাণ্ড: দগ্ধ সাত শ্রমিককে ৫০ হাজার টাকা করে অনুদান


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১৯

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: চকবাজারের চুড়িহাট্টা অগ্নিকাণ্ডে দগ্ধ সাত শ্রমিককে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়া।

রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ ব্যক্তিদের স্বজনদের হাতে এই টাকা তুলে দেন তিনি। শ্রমিক কল্যাল ফাউন্ডেশন থেকে তাদের এ অর্থ দেওয়া হয়।

এ সময় বেগম মুন্নুজান সুফিয়া তিনি বলেন, ‘ইতোমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুট কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের মিটিংয়ে এ বিষয়টি উপস্থাপন করা হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করণীয় আন্তরিকভাবে তা করে যাচ্ছি। আমরা এ বিষয়ে মর্মাহত। এমন ঘটনা যেন আর না ঘটে।’

তিনি আরও বলেন, ‘রাজধানীর পুরান ঢাকার কেমিক্যাল কারখানার মালিকের অনেকেরই লাইসেন্স নেই। ওই এলাকায় যে পরিমাণ কেমিক্যাল মজুদ ছিল তাতে আগুন লাগলে আগুনের ভয়াবহতা কোথায় পৌঁছাতো তা কল্পণার বাইরে।’

অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে সাত শ্রমিককে ৫০ হাজার করে টাকা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মিটফোর্ড হাসপাতালসহ অন্য একটি ক্লিনিকে ভর্তি ৩ শ্রমিককেও ৫০ হাজার করে টাকা দেওয়া হবে। জরুরি বিভাগের দুই জনের বিষয়ে খোঁজখবর নিয়ে তাদের মধ্যে কেউ শ্রমিক থাকলে তাকেও এই অনুদান দেওয়া হবে।’

এছাড়া এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এ ঘটনায় সংশ্লিষ্টদের অবশ্যই গাফিলতি রয়েছে। যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে বলে আশা করি।’

সারাবাংলা/এসএসআর/এআই/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর