Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌ চলাচল স্বাভাবিক, ঝিরিঝিরি বৃষ্টি থাকবে আগামী কয়েকদিন


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৫০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টিপাত। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী দুই-তিন দিন আবহাওয়ার খুব বেশি পরিবর্তন হবে না। এদিকে, নৌ চলাচল রয়েছে স্বাভাবিক। তবে নদীবন্দর সমূহে এখন ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক জানান, পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের মিশ্রণের ফলে এ রকম ওয়েদার সৃষ্টি হয়ে থাকে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে বরিশাল খুলনার দিকে একটু বেশি বৃষ্টিপাত হয়।

তিনি বলেন, এখন ঢাকায় ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে। ঢাকায় এভাবে আগামী ২৪ ঘণ্টা মেঘলা থাকতে পারে। তবে ২৬ তারিখ দিনের শেষে কিছুটা বাড়তে পারে বৃষ্টিপাত। ২৭, ২৮ তারিখ পর্যন্ত আবহাওয়া এমনটা বিরাজ করবে।

সেইসঙ্গে ছোট থেকে মাঝারি এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ।

এদিকে, বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (সদরঘাট) আরিফ হাসনাত সারাবাংলাকে বলেন, আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া অফিস থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নৌ-চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত নদীবন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেয়া আছে আবহাওয়া অফিস থেকে।

সারাবাংলা/এসএইচ/এনএইচ

আবহাওয়া ঝিরিঝিরি বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর