গায়েহলুদে গান বাজানো নিয়ে অপ্রীতিকর ঘটনা, নিহত ১
১৯ জানুয়ারি ২০১৮ ২০:২২
স্টাফ করেসপন্ডেন্ট
পুরান ঢাকার ওয়ারীতে গায়েহলুদের অনুষ্ঠানে গান বাজানো নিয়ে অপ্রীতিকর ঘটনায় নাজমুল (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার রাতে গায়েহলুদের অনুষ্ঠানে গান বাজনোকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরে শুক্রবার সকালে এক পক্ষ নাজমুলকে ভবনের নিচে ডেকে মারধর করে। আহতাবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় আমরা ৪-৫ জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছি।
নিহতের মেয়ে নাফিসা আক্তার সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার রাতে ভাইয়া বলেছিলেন গায়ে হলুদে আস্তে গান বাজাতে। এর জের ধরে শুক্রবার সকালে আলতাব, নিলয় ও হৃদয়সহ বেশ কয়েকজন আমার ভাই মাসুদকে ডেকে প্রথমে মারধর করে। আমার বাবা মারামারি আটকাতে আসলে ওরা তাকেও মারধর করে। আমি বাধা দিতে গেলে আমাকেও তারা মারধর করে।
তিনি জানান, মারধরের ফলে বাবা অজ্ঞান হয়ে যান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/এসআর/টিএম