Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উড়োজাহাজ ছিনতাই চেষ্টাকারীর নাম পলাশ, বাড়ি নারায়ণগঞ্জ


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩০ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকালে কমান্ডো অভিযানে নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, গতকাল রোববার কমান্ডো অভিযানে নিহত ওই যুবকের ফিঙ্গার প্রিন্ট র‌্যাব ক্রিমিনাল ডাটাবেজের একজন অপরাধীর সঙ্গে মিলে যায়। সেখানে রক্ষিত তথ্য অনুযায়ী তার নাম মো. পলাশ আহমেদ। তার বাবার নাম পিয়ার জাহান সরদার। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরিজপুরে দুধহাটা গ্রামে তার বাড়ি।

এ ছাড়া ময়ূরপঙ্খী উড়োজাহাজটির (বিজি-১৪৭ ফ্লাইট) যাত্রী তালিকা অনুযায়ী, পলাশ আহমেদ অভ্যন্তরীণ রুটের (ঢাকা-চট্টগ্রাম) যাত্রী ছিলেন। তার নাম উল্লেখ ছিল AHMED/MD POLASH। সিট নম্বর ১৭-এ।

এদিকে, পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল কান্তি বড়ুয়া সারাবাংলাকে জানান, লাশ এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এখনও পরিবারের কেউ আসেনি। স্বজদের কেউ এলে মৃতদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি জরুরি অবতরণ করে শাহ আমানত বিমানবন্দরে। ফ্লাইটের যাত্রীরা সবাই বেরিয়ে এলেও দু’জন কেবিন ক্রু ভেতরে আটকা পড়েন। এসময় উড়োজাহাজটি ঘিরে রাখে পুলিশ, র‌্যাব, এপিবিএনসহ আইনশৃঙ্খলা বাহিনী।

পরে সন্ধ্যা ৬টার দিকে ১ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন আসে বিএনএস ইশা খাঁ থেকে। তারা সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন। কমান্ডোরা দ্রুততম সময়ে বিমানবন্দরে এসে সফল অভিযান চালিয়ে ছিনতাইয়ের অবসান ঘটান। এসময় কমান্ডোদের গুলিতে নিহত হন বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/আরডি/একে

আরও পড়ুন: 

উড়োজাহাজ ছিনতাই চেষ্টা: প্রতিমন্ত্রীর ব্রিফিং দুপুরে
শাহজালালে কয়েক স্তরের তল্লাশি, তবু ধরা পড়েনি বিমান ছিনতাইকারী
শাহ আমানতের বিমান ছিনতাইকারী (ফটো এক্সক্লুসিভ)
কমান্ডো অভিযানে উড়োজাহাজ ‘ছিনতাইকারী’র মৃত্যু
শাহ আমানতে অস্ত্রধারী আটক

চট্টগ্রাম বিমান ছিনতাই র‍্যাব