Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে বাসায় আগুন, গৃহকর্মীর মৃত্যু


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর মিরপুর দারুস সালামের একটি বাসায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে লিজা আক্তার (১৯) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়, এবং আগুন নিয়ন্ত্রণে আনে। দারুস সালাম দক্ষিণ বিশিলের ৫ নম্বর রোডের ১৮৬ নম্বর বাসায় চার তলায় এ আগুন লেগেছিলো।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন বাসার ভেতর থেকে দগ্ধ এক নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর ফায়ার স্টেশনের পরিদর্শক কুতুব উদ্দিন জানান, সকাল ৯টা ৪০ মিনিটে দক্ষিণ বিশিলের ৫ নম্বর রোডের একটি বাসায় এসিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভেতর থেকে এক নারীকে দগ্ধ অবস্থায় উদ্ধার করি।

দারুস সালাম থানার উপ পরিদর্শক (এসআই) ইসরাইল হোসেন জানান, লিজা ওই বাসার ৩/৪ বছর ধরে গৃহকর্মীর কাজ করতো। ঘটনার সময় ওই বাসার গৃহকর্তা এবং গৃহকর্ত্রী দুজনেই অফিসে ছিল। মৃত লিজা বরগুনা জেলার আমতলি উপজেলার নজরুল ইসলামের মেয়ে।

সারাবাংলা/এসএসআর/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর