‘অবৈধ কেমিক্যাল গোডাউন পাওয়া গেলে পানি-গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন’
২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৯
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর পুরান ঢাকায় অবৈধ কেমিক্যাল গোডাউনের সন্ধান মিললে সঙ্গে সঙ্গেই সে বাসার পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) নগর ভবনের সম্মেলন কক্ষে ক্যামিকেল গোডাউন সরানোর প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন সংক্রান্ত এক সমন্বয় সভায় তিনি একথা বলেন।
মেয়র সাঈদ খোকন জানান, আজ-কালের মধ্যেই পুরান ঢাকার কেমিক্যাল গোডউন সরানোর জন্য টাস্কফোর্স গঠন করা হবে। সেই টাস্কফোর্সের দেওয়া তথ্য অনুযায়ী যে বাসায় ক্যামিকেল গোডাউন পাওয়া যাবে। সেই বাসার গ্যাস-পানি-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
সকল সেবা সংস্থাকে এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন জানিয়ে মেয়র বলেন, সংযোগ বিচ্ছিন্ন করার পর টাস্কফোর্স যতক্ষণ পর্যন্ত ছাড়পত্র দেবেনা ততক্ষণ পর্যন্ত পুনরায় ওসব সংযোগ দেওয়া বন্ধ থাকবে।
সারাবাংলা/ইউজে/এনএইচ