Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝুঁকিপূর্ণ হলে ভেঙে ফেলা হবে ওয়াহেদ ম্যানসন: সাঈদ খোকন


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মো. সাঈদ খোকন বলেছেন, ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানসন ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবনটি ব্যবহারের উপযোগী কিনা তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সিটি করপোরেশন, বুয়েট, রাজউকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি রয়েছে। কমিটির প্রতিবেদনে যদি ঝুঁকিপূর্ণ প্রমাণিত হয় তাহলে ভবনটি ভেঙে ফেলা হবে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ‘প্রতিবেদন অনুযায়ী ভবন ভেঙে ফেলে নতুন করে ভবন করতে যাবতীয় সহযোগিতা করা হবে। আর যদি প্রতিবেদনে তেমন কোনো ঝুঁকিপূর্ণ প্রমাণিত না হয়, সেক্ষেত্রে ভবনটি মেরামত করে ব্যবহারের উপযোগী করতে পারবেন মালিক।’

কিভাবে আগুন লেগেছিলো সে বিষয়ে মেয়র বলেন, ‘কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা নিয়ে এক সংস্থা আরেক সংস্থাকে দোষারোপ করছে। আসলে হওয়া উচিত ছিল, সামনে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে। তা না হয়ে দোষারোপ করা হচ্ছে। তদন্ত কমিটি প্রতিবেদন দিক, তখন দেখা যাবে আসলেই কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

সারাবাংলা/ইউজে/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর