Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বৈরি আবহাওয়া, বজ্রপাতে ২ জনের মৃত্যু


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৪০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বৈরি আবহাওয়ায় পৃথকভাবে এই দু’টি ঘটনা ঘটেছে।

মৃতরা হচ্ছেন, বাঁশখালী উপজেলার দলিলুর রহমান (৭৫) এবং সীতাকুণ্ড উপজেলার রতন জলদাস (৩৫)।

মৃত দলিলুর রহমান বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা গ্রামের মৃত অলি মিয়ার ছেলে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার সারাবাংলাকে জানান, সোমবার সকাল ১০টার দিকে জালিয়াঘাটার পাশে পাইরাং গ্রামে কৃষিক্ষেতে কাজ করার সময় ব্রজপাতে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান দলিলুর। স্থানীয়রা জমি থেকে তার লাশ উদ্ধার করে নিয়ে যান।

নিহত রতন জলদাসের বাড়ি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের মির্জানগর জেলেপাড়ায়। তার বাবার নাম নির্মল জলদাস।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন সারাবাংলাকে বলেন, সোমবার সকালে মাছ ধরতে যাবার জন্য ভাটিয়ারিতে সমুদ্র পাড়ে নৌকার উঠার সময় বজ্রপাতে আহত হন রতন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেন বলে জানিয়েছেন ওসি।

প্রসঙ্গত, সোমবার সকাল থেকে চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় কখনও হালকা, কখনও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। সকালে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে বাতাস ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়।

সারাবাংলা/আরডি/আরএ

চট্টগ্রাম বজ্রপাতে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর