Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী’ সংগঠনের ঘোষণা যুক্তরাজ্যের


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ২১:১৭

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

লেবাননের সশস্ত্র রাজনৈতিক দল হিজবুল্লাহকে নিষিদ্ধ ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করবে যুক্তরাজ্য। খবর আল জাজিরার।

লেবাননের সরকার ও পার্লামেন্টে সক্রিয় ভূমিকা রয়েছে হিজবুল্লাহর। কিন্তু এক ঘোষণায় যুক্তরাজ্য জানিয়েছে, পুরো দলটিকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হবে। শুক্রবার (১ মার্চ) থেকে ঘোষণাটি কার্যকর হবে।

ব্রিটিশ পার্লামেন্টের ঘোষণা অনুসারে, হাসান নাসারাল্লাহ নেতৃত্বাধীন ও ইরান সমর্থিত হিজবুল্লাহর সদস্য ও তাদের সমর্থনকারীদের অপরাধী হিসেবে বিবেচনা করবে যুক্তরাজ্য। হিজবুল্লাহর সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কোন ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল অবস্থা আরও অস্থিতিশীল করতে হিজবুল্লাহ তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা তাদের নিষিদ্ধ সামরিক শাখা ও রাজনৈতিক দলের মধ্যে আর পার্থক্য করতে পারছি না।

তিনি বলেন, এ কারণে আমি সম্পূর্ণ দলটিকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, ২০০৮ ‍সালে কেবলমাত্র দলটির সামরিক শাখাকে নিষিদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য।

এদিকে, যুক্তরাজ্যের এই পদক্ষেপের প্রশংসা করেছে ইসরাইল।

সারাবাংলা/ আরএ

যুক্তরাজ্য সন্ত্রাসী সংগঠন হিজবুল্ললাহ

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর