Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকবাজারে অগ্নিকাণ্ড: আরও ২ জনের মৃত্যু


২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৩৩ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আনোয়ার হোসেন (৫০) নামে এক রিকশা চালক ও সোহাগ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৬৯। সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

এদিন বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন রিকশা চালককের মৃত্যুর বিষয়টি উল্লেখ্য করে বলেন, মৃত আনোয়ার ও সোহাগের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

আনোয়ারের মেয়ে বীথি আক্তার সারাবাংলাকে জানান, তাদের বাড়ি রাজবাড়ি জেলা সদরে। বর্তমানে কামরাঙ্গীর চর ছাতা মসজিদ এলাকায় থাকতো। তার বাবা পেশায় রিকশাচালক ছিলেন। তারা দুই ভাই-বোন।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাত ১০টা ৩৮ মিনিটে আগুন লাগে চকবাজারের ওয়াহেদ ম্যানসনে। ওই ভবনে থাকা কেমিক্যালের গোডাউন থাকায় আশপাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

এ অগ্নিকাণ্ডে ৬৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া দগ্ধ আরও ৪১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এআই/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর