Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকবাজার অগ্নিকাণ্ড: ১৯ স্বজনের ডিএনএ সংগ্রহ করা হবে মালিবাগে


২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:১৮

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর চকবাজার চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৯ মৃতদেহের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে মালিবাগের ডিএনএ ল্যাবে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ল্যাব টেকনিশিয়ানরা মর্গের বুথে থাকলেও পরবর্তী ডিএনএ নমুনা সংগ্রহ করার জন্য মালিবাগের ডিএনএ ল্যাবে যেতে হবে বলে দেয়ালে একটি স্টিকার মেরে দেয় কর্তপক্ষ।

মালিবাগের ঠিকানা সম্বলিত স্টিকারে বলা হয়েছে, ‘চকবাজারের ওয়াহেদ ম্যানশনে অগ্নিকাণ্ডে নিহত অশনাক্ত মৃতদেহ শনাক্তের জন্য সংশ্লিষ্ট পরিবার-আত্মিয়স্বজন অথবা দাবিদারগণ যারা নমুনা এখনো প্রদান করেননি তারা ডিএনএ নমুনা প্রদানের জন্য এই ঠিকানাই যোগাযোগ করবেন।

ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি অব বাংলাদেশ পুলিশ, সিআইডি হেডকোয়াটারস। কক্ষ নম্বর ৩০৬, (নতুন ভবন) তৃতীয় তলা মালিবাগ ঢাকা। মোবাইল নাম্বর- ০১৭৩০৩৩৬৩২৬, ০১৭৩০৩৩৬৩৮২। নমুনা প্রদান করতে পারবেন নিহতের পিতা-মাতা, স্বামী-স্ত্রী, সন্তান অথবা ভাই ও বোন।

সেই সাঙ্গে নমুনা প্রদানকারী কে এক কপি সত্যায়িত ছবি, ও জাতীয় পরিচয় পত্র বা জন্মনিবন্ধণের সত্যায়িত করে নিয়ে আসতে হবে।

গত সোমবার দুপুড়ে সবশেষ স্বজন হিসাবে ডিএনএ নমুনা দিতে মর্গে আসেন নিখোজ রিকশা চালক সাহাবুদ্দিনের স্ত্রী সখিনা বেগম ও তার তিন সন্তান।

সখিনা বেগম বলেন, তাদের বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলার মধ্যনগর গ্রামে। তিন সন্তান নিয়ে দেশে থাকতেন তিনি। স্বামী সাহাবুদ্দিন (২৮) ঢাকার কামরাঙ্গিচড়ে থেকে রিকশা চালাতেন। ঘটনার এক মাস আগে বাড়ি থেকে ঢাকায় আসেন।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতেই তারা খবর দেখে জানতে পারে চকবাজারের আগুনের ঘটনা। পরে সাহাবুদ্দিনের কোন খোজ খবর পাইনি। গ্রাম থেকে লঞ্চ দিয়ে আসতে তাদের দেরি হয়ে যায়। সোমবার দুপুড়ে তারা ঢামেক হাসপাতালের মর্গে আসেন। কিন্তু মর্গের বুথে নমুনা দিতে পারেনি। তাদেরকে মালিবাগ সিআইডি অফিসে নমুনা দিয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত রোববার ঢামেক মর্গে আসেন সাহাবুদ্দিনের বাবা হাছন আলী, ও ভাই আলাউদ্দিন। সাহাবুদ্দিনের মৃতদেহ খুঁজে না পেয় তার বাবা হাছন আলী ডিএনএ নমুনা দেয়।

সিআইডি ল্যাব টেকনেশিয়ান মো. জহিরুল ইসলাম জানায়, সোমবার বিকাল পর্যন্ত অশনাক্ত ১৯ লাশের জন্য ৩৮ জন স্বজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আরও স্বজন যদি নমুনা দিতে আসে তবে তাদের মালিবাগ ল্যাবে যাওয়ার জন্য দেয়ালে নোটিশ টানিয়ে দিয়েছি। যদি কতৃপক্ষ আমাদের মর্গে আসতে বলে তবে আগামীকাল আবার আসব। ঢাকা মেডিকেল হাসপাতালসহ চারটি হাসপাতালে মরচুয়ারিতে ১৯ মৃতদেহ রাখা হয়েছে। ঢাকা মেডিকেলে ৩টি, হৃদরোগ হাসপাতালে ৫টি, কুর্মিটোলা হাসপাতালে ৩টি, সোহরাওয়াদী হাসপাতালে ৪টি ও মিটফোর্ড হাসপাতালে ৪টি।

গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে পুরান ঢাকা চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনা ৬৭ জন নিহত হয়। আহত হন প্রায় অর্ধশতাধিক।

সারাবাংলা/এসএসআর/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর