Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশের দাফন


২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়নগঞ্জ: চট্টগ্রামের বিমানবন্দরে কমান্ডো অভিযানে নিহত বিমান ‘ছিনতাইয়ের চেষ্টাকারী’ মাহমুদ পলাশের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পলাশের বাড়ির সামনের মাঠে জানাজা শেষে সাড়ে ১০টায় স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ফিরোজপুর ইউপির দুধঘাটা গ্রামের বাড়িতে পলাশের লাশ এসে পৌঁছায়।

এর আগে কমান্ডো অভিযানে নিহত পলাশের লাশ গ্রহণ করেন তার বাবা পিয়ার জাহান সরদার। সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন তিনি। শনাক্তের পর যাচাইবাছাই শেষে তাকে লাশ বুঝিয়ে দেওয়া হয়। রাতেই পিয়ার জাহান সরদার লাশ নিয়ে বাড়ি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন।

উড়োজাহাজ ছিনতাই চেষ্টা: পলাশের লাশ নেওয়া হচ্ছে বাড়িতে

সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে পলাশের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের হিমঘরে রাখা হয়েছিল।

সারাবাংলা/এসজে/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর