ছবি প্রকাশের পর নিহত আরও এক জঙ্গির পরিচয় মিলল
১৯ জানুয়ারি ২০১৮ ২২:০৬ | আপডেট: ১৯ জানুয়ারি ২০১৮ ২২:০৭
সিনিয়র করেসপন্ডেন্ট
রাজধানীর নাখালপাড়ায় র্যাবের জঙ্গি বিরোধী অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে পরিচয় না পাওয়া দুই জঙ্গির ছবি প্রকাশের পর এক জঙ্গির পরিচয় পাওয়া গেছে।
ওই জঙ্গির নাম নাফিস, তার বাড়ী চট্টগ্রাম। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নাফিসের পিতা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে এসে মরদেহ সনাক্ত করেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে ওই দুই জঙ্গির ছবি প্রকাশ করে র্যাব।
এর আগে মেজবাহ উদ্দিন নামে অপর জঙ্গির পরিচয় নিশ্চিত করে র্যাব। তার বাড়ি কুমিল্লা। গত ১২ জানুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় রুবি ভিলায় র্যাবের জঙ্গি অভিযানে তিন জেএমবি সদস্য নিহত হন। তাদের লাশ ময়না তদন্ত শেষে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে
সারাবাংলা/ইউজে/টিএম