Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ২ প্রতিষ্ঠানকে ৪৩ লাখ টাকা জরিমানা


২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২৭ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৫

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীতে তেজগাঁওয়ের শিকাজু হিমাগার ও দেশি সুপার এগ্রো লিমিটেডকে মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ ও বিক্রির দায়ে ৪৩ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় এ দুই প্রতিষ্ঠানের ১৮ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়। তথ্যটি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি সারাবাংলাকে বলেন, ‘র‍্যাব-২ এর সদস্য এবং প্রাণিসম্পদ অধিদফতরের সহযোগিতায় রাজধানীর তেঁজগাও এলাকার বিভিন্ন সুপার শপে মেয়াদোত্তীর্ণ খাদ্য ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার শিকাজু হিমাগার ও দেশি সুপার এগ্রো লিমিটেডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের মেয়াদোত্তীর্ণ মাংস, খেজুর, পনির, শুঁটকি ও অন্যান্য খাদ্যপণ্য পাওয়া যায়।

এসময় মেয়াদ উত্তীর্ণ ৮০০ মণ মাংস ও ১ হাজার ২০০ মণ খেজুর জব্দ করা হয়। প্রতিষ্ঠান দু’টিকে মোট ৪৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, ‘মেয়াদ উর্ত্তীণ এসব খাদ্য রাজধানীর প্রায় ২৮০টি রেস্টুরেন্টে সরবরাহ করা হতো। ভবিষ্যতে যাতে এমনটা না ঘটতে পারে এবং নাগরিকদের সুস্বাস্থ্যের জন্য এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এসএইচ/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর