।। ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বরিশাল: সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব ও একুশে পদকপ্রাপ্ত শ্রী নিখিল সেন (৮৯) মারা গেছেন।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার বড় মেয়ে জানান, রোববার দুপুরে নিজ বাসায় পড়ে গিয়ে আহত হন নিখিল সেন। এরপর অসুস্থতাবোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। বেলা ১২টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিখিল সেন ১৯৩০ সালের ১৬ এপ্রিল বরিশালের কলসগ্রামে জন্মগ্রহণ করেন। তার কর্মজীবন শুরু হয় কর্ণকাঠী হাইস্কুলে শিক্ষকতা দিয়ে। তিনি বরিশাল উদীচী ও বরিশাল নাটক-এর প্রতিষ্ঠাতা ছিলেন। নানা গুনের অধিকারী নিখিল সেন ২০১৭ সালে একুশে পদক পান।
নিখিল সেন স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুর খবরে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে।
সারাবাংলা/এনএইচ