।। ঢাবি করেসপন্ডেন্ট ।।
ঢাকা: চার দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) চত্বরে অনশন শুরু করেছেন ওয়ালিদ আশরাফ। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে চার দফা দাবিতে ওয়ালিদ আশরাফ অনশন শুরু করেন।
দফাগুলো হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে করা, ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করা, মিডিয়া ও পর্যবেক্ষকদের নজরদারির অধিকার ও সর্বশেষ ৪০ বছর বয়স পর্যন্ত নির্বাচনে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া।
অনশনের বিষয়ে ওয়ালিদ আশরাফ সারাবাংলাকে বলেন, এই দাবিগুলো অনেক সংগঠন প্রশাসনের কাছে জানিয়েছেন। কিন্তু তারা বিবেচনা করেননি। আমি বসেছি দাবিগুলো জোরদার করার জন্য।
উল্লেখ্য, ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সান্ধ্যকালীন কোর্সের এই শিক্ষার্থী ডাকসু নির্বাচন দেওয়ার দাবিতে অনশন শুরু করেন।
সারাবাংলা/কেকে/এসবি