Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সাতক্ষীরার কলারোয়া


২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:১৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সাতক্ষীরা: মাত্র পাঁচ মিনিটের টর্নেডোর আঘাতে লণ্ডভন্ড হয়ে গেছে সাতক্ষীরার কলারোয়ার বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টর্নেডো আঘাত হানে গোটা কলারোয়ায়। এতে ১২টি ইউনিয়নের প্রায় সবক’টি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, টর্নেডোর আঘাতে উপড়ে গেছে বড় বড় গাছ। ভেঙে গেছে বাড়িঘর। উড়ে গেছে ঘরের চাল। এছাড়া গাছের ডালপালা ভেঙে তছনছ হয়ে গেছে আশপাশ। টর্নেডোর পরপরই গুড়িগুড়ি বৃষ্টিতে জনজীবনে নেমে আসে অসহনীয় দুর্ভোগ। এই পাঁচ মিনিটেই ক্ষতিগ্রস্ত হয়েছে শতশত বাড়িঘর।

কলারোয়া বাজারের ব্যবসায়ী আজহারুল ইসলাম বলেন, মাত্র পাঁচ মিনিটের ঘূর্ণিঝড়েই তার দোকানের চাল উড়ে গেছে। এখন খোলা আকাশের নিচে রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান।

মুক্তিযোদ্ধা বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ বলেন, টর্নেডোর আঘাতে উড়ে গেছে স্কুলের চাল। এতে করে শ্রেণিকক্ষগুলো এখন খোলা আকাশের নিচে। ঝড়ের পরেই বৃষ্টি শুরু হওয়ার কারণে ক্লাস নেওয়া বন্ধ রাখতে হয়েছে।

উপজেলার তুলসীডাঙ্গার ব্যবসায়ী আবুল বাসার জানান, স্থানীয় গোগ মন্দিরের সামনের দুইশ’ বছরের প্রাচীন কালের সাক্ষী বটগাছটি টর্নেডোর ছোবলে উপড়ে গেছে।

কয়লা এলাকার রাণী ব্রিক্সের মালিক কামরুল ইসলাম সাজু জানান, তার ইটভাটার কাঁচা ইটের একটিও আস্ত নেই। সব ইট গলে গেছে। বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ আপাতত বন্ধ রয়েছে বলে জানান তারা।

এদিকে দুর্ঘটনার পরপরই উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তারও আশ্বাস দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

টর্নেডো সাতক্ষীরা

বিজ্ঞাপন

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর