ওষুধ শিল্পে যৌথ বিনিয়োগে আগ্রহী রাশিয়ার ব্যবসায়ীরা
২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: ওষুধ শিল্প খাতে যৌথভাবে বিনিয়োগ করতে চান রাশিয়ার ব্যবসায়ীরা। বুধবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতের সময় এই আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাতভ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, সাক্ষাতের সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তারিত বিষয়ে আলাপ করা হয়।
এই সময় রূপপুর পারমাণবিক কেন্দ্র স্থাপন এবং একাধিক গ্যাস ক্ষেত্রে সহযোগিতা করার জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।
রাশিয়ার রাষ্ট্রদূতের মাধ্যমে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে তৈরি পোষাক শিল্প ও ওষুধ খাতের ওপর জোর দেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর এই আহ্বানে রাশিয়ার রাষ্ট্রদূত জনান, বাংলাদেশের ওষুধ শিল্পে রাশিয়ার ব্যবসায়ীরা যৌথ বিনিয়োগে আগ্রহী।
বার্তায় আরও বলা হয়, রোহিঙ্গা সংকটের সমাধানে পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার রাষ্ট্রদূতের কাছে সহায়তা চান।
সারাবাংলা/জেআইএল/এমএনএইচ