।। চবি করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে ছাত্র ইউনিয়ন। বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জারুল তলায় শুরু হওয়া কর্মসূচির প্রথমদিনে ১৫০ জন সাধারণ শিক্ষার্থী অংশ নেন।
চবি শাখা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাহবুবা জাহান রুমি সারাবাংলকে বলেন, “চাকসু নির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। তারা চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো চাকসু নির্বাচন হোক। গণস্বাক্ষর কর্মসূচি শেষ হওয়ার পর আমরা উপাচার্য বরাবর স্মারকলিপি দেবো।”
এর আগে গতকাল (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে চাকসু নির্বাচনসহ ৬ দফা দাবিতে ৪ দফা কর্মসূচি ঘোষণা করেন ইউনিয়নের নেতারা। কর্মসূচির মধ্যে রয়েছে, ২৭ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত ক্লাস ক্যাম্পেইন ও গণস্বাক্ষর সংগ্রহ, ৬ মার্চ বিক্ষোভ মিছিল, ১২ মার্চ ক্যাম্পাসের জয় বাংলা ভাস্কর্যের সামনে প্রতিবাদী কবিতা পাঠের আসর এবং ১৮ মার্চ উপাচার্য বরাবরে স্মারকলিপি প্রদান।
সর্বশেষ ১৯৯০ সালে চাকসু নির্বাচন হয়েছিল। এরপর থেকে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্র সংগঠন বারবার চাকসু নির্বাচনের দাবি জানালেও সেটি কার্যত হয়নি। এবার ডাকসু নির্বাচনের তোড়জড়ের মধ্যে চাকসু নির্বাচন নিয়েও সরব হয়েছেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
সারাবাংলা/সিসি/আরডি/এটি