Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ঝড়ের কবলে পড়ে একজনের মৃত্যু


২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পাতা কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে সুফিয়া খাতুন (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটেছে। মৃত সুফিয়া সয়দাবাদ ইউনিয়নের সারটিয়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বঙ্গবন্ধু ইকোপার্ক এলাকায় বেশ কয়েকজন নারী প্রতিদিনই শুকনো পাতা কুড়াতে যান। সকাল থেকেই তারা সেখানে পাতা কুড়াচ্ছিলেন। দুপুরের দিকে প্রচণ্ড ঝড় শুরু হলে নিরাপদ স্থানে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন তারা। এসময় একটি গাছের ডাল ভেঙে সুফিয়ার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বলেন, ইকোপার্কে ঝড়ের সময় গাছের ডাল ভেঙে পড়ে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ যাওয়ার আগেই নিহতের স্বজনরা ওই নারীর মরদেহ নিয়ে গেছে।

সারাবাংলা/এমএইচ

ঝড় নারী সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর