শিশুহত্যার বিচার চেয়ে সড়ক অবরোধ, ৬ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক
২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৪
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: শিশু হত্যার বিচার দাবিতে রাজধানীর উত্তরা-এয়ারপোর্ট সড়ক অবরোধ থাকার পর ছয়ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। প্রশাসনের আশ্বাস পেয়ে বিকেল ৫টার দিকে অবরোধকারীরা সড়ক থেকে সরে যান।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে বিচারের দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। পরে দুপুর ১টার দিকে বিক্ষোভকারীরা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে রাজলক্ষী, এয়ারপোর্ট ও আজমপুরসহ আশেপাশের এলাকার যান চলাচল স্থবির হয়ে পড়ে।
উত্তরা ট্রাফিক জোনের সহকারী কমিশনার (এসি) মো: জুলফিকার সারাবাংলাকে বলেন, গতকাল দক্ষিণখানে রিফাত নামের সাত বছরের এক শিশুর মরদেহ সেখানকার একটি বাড়ির পানির ট্যাংক থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই বাড়িওয়ালার বিচার দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়। তদন্তসাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে দক্ষিণখান থানার ওসি তপন চন্দ্র সাহা সারাবাংলাকে বলেন, ‘শিশু হত্যার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করবে।’
সারাবাংলা/এসএইচ/একে
আরও পড়ুন
শিশু হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ