Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিসেবে ভুল হলে পারমাণবিক যুদ্ধ বেধে যেতে পারে: ইমরান খান


২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪২

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, কাশ্মিরের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে গেলে তা পারমাণবিক যুদ্ধে পরিণত হতে পারে।

তিনি বলেন, যদি যুদ্ধ শুরু হয়ে যায় তবে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিয়ন্ত্রণে থাকবে না। আমাদের দুদেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে। যদি হিসেবে ভুল করলে পারমাণবিক যুদ্ধের মতো কোন পদক্ষেপ নেওয়া হয়, তাহলে কি আমরা এর দায় দিতে পারব?

আরও পড়ুন: ভারতের সঙ্গে দ্বন্দ্ব মেটাতে প্রজ্ঞার ব্যবহার চান ইমরান খান

পাকিস্তানের গণমাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে ইমরান খানকে এমন হুঁশিয়ারি জানাতে দেখা যায়। খবর নিউজ এইইউর।

প্রধানমন্ত্রী ইমরান খান ভাষণে আরও বলেন, বিশ্বের সব যুদ্ধই ভুলভাবে শুরু হয়েছে। যারা যুদ্ধ শুরু করেছে তারা কখনো জানতো না, যুদ্ধ কখন শেষ হবে।

ভারতীয় বিমান ভূপাতিত করা প্রসঙ্গে তিনি বলেন, আমরা শুধু আমাদের সামর্থ্য দেখাতে চেয়েছি। দুটি ভারতীয় জেট বিমান পাকিস্তান সীমান্তে প্রবেশ করেছে, আমরা তাদের ভূপাতিত করেছি।

এদিকে, টুইটারে আটক এক ভারতীয় বৈমানিকের ছবি প্রকাশ করেছে পাকিস্তানের ডিফেন্স কমান্ড। তিনি উইং কমান্ডার অভিনন্দন ভার্তমান। যদিও ভারতের পক্ষ থেকে বিষয়টি এখনই নিশ্চিত করা হয়নি।

সারাবাংলা/এনএইচ

ইমরান খান পাকিস্তান ভারত-পাকিস্তান সম্পর্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর