সকালেই হতে পারে বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা
২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০৩
।। নাদিম হোসেন, নিউজরুম এডিটর ।।
মৌসুমী আবহাওয়ার কারণে আজও অব্যাহত থাকবে সারাদেশে বৃষ্টিপাত। হঠাৎ হঠাৎ আকাশে গর্জন করবে কালো মেঘ। কোথাও কোথাও দেখা মিলতে পারে শিলাবৃষ্টির।
অ্যাকুওয়েদার জানিয়েছে, যারা ঘর থেকে বের হবেন ঢাকায় সকাল থেকেই তারা বৃষ্টি বিড়ম্বনায় পড়তে পারেন। তবে রাতে বৃষ্টির সম্ভাবনা নেই। ফেব্রুয়ারির শেষ দিনটি অর্থাৎ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বরাবরের মতোই ঝিমিয়ে থাকবে সূর্য।
এদিন, রাজধানীতে তাপমাত্রা থাকবে দিনে সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের স্থায়িত্ব থাকবে চার ঘণ্টা। বৃষ্টি ঝরবে ১১ মিলিমিটার। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১ কিলোমিটার। ঝড়ো হাওয়ায় তা বইবে ২০ কিলোমিটার বেগে। রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১৬ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার সূর্যোদয় হবে ৬টা ২২ মিনিটে ও সূর্য অস্ত যাবে ৬টা ১ মিনিটে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, প্রকৃতির বিরূপ অবস্থা আর বেশি দীর্ঘস্থায়ী হবে না। মার্চের প্রথম দিন ক্লান্তির রেশ না কাটলেও ২ ও ৩ মার্চ আকাশে দেখা মিলবে উজ্জ্বল রোদের।
তাই কোনমতে কাটিয়ে দিন আরও একটি দিন। সিটিতে নগরপিতা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করুন। তাই ঘর থেকে বেরুবার আগে সঙ্গে রাখুন ছাতা। নতুবা কাকভেজা হতে পারেন!
সারাবাংলা/এনএইচ