Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরব থেকে নির্যাতিত ৬৩ নারী দেশে ফিরেছেন


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৩৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা : সৌদি আরব থেকে আবারও নির্যাতিত ৬৩ নারী দেশে ফিরেছেন। বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৪ বিমান যোগে দেশে ফিরছেন তারা।

এর আগে সৌদির রিয়াদ ইমিগ্রেশন ক্যাম্প ছিলেন এসব নারী কর্মীরা। জানা গেছে, সৌদিতে নিয়োগকর্তার নির্যাতনের শিকার হয়ে তারা ইমিগ্রেশন ক্যাম্প ও বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমে আশ্রয় নিয়েছিলেন। শাহজালাল বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তা তানভীর হোসেন নির্যাতিত নারী কর্মীদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহায়তায় এসব নারীকে দেশে ফেরত আনা হচ্ছে। সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান জানান, এখনও দেশে ফিরার অপেক্ষায় আরও প্রায় চার শতাধিক নারী কর্মী রয়েছেন। আর চলতি মাসেই দেশে ফিরেছেন দুই শতাধিক নারী এবং জানুয়ারি মাসে ফিরেছেন ১৮২ নারী গৃহকর্মী।

প্রসঙ্গত, নিয়োগকর্তার কাছে নির্যাতিত হয়ে ২০১৮ সালে ফিরে আসে ১২ শতাধিক নারী। সৌদি আরব থেকে নির্যাতিত ৬৩ নারী দেশে ফিরেছেন

সারাবাংলা/জেএ/এইচএ/এসএন

নারী কর্মী সৌদি আরব

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর