Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আলমগীরের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১৫

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ও বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এই শোক জানানো হয়।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘শাহ আলমগীরের মৃত্যু বাংলাদেশের গণমাধ্যম জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার নীতি ও আদর্শ সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’

শাহ আলমগীর এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন রাষ্ট্রপতি। তিনি এই সাংবাদিকের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া, সিনিয়র সাংবাদিক শাহ আলমগীর এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বিবৃতিতে তিনি বলেন, ‘তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা জগতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।’

শাহ আলমগীর এর কর্মজীবনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামেও তিনি সব সময় সোচ্চার ছিলেন।’

এর আগে সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহ আলমগীর। গত ২১ ফেব্রুয়ারি হাসপাতালটিতে ভর্তি হন তিনি।

আরও পড়ুন: পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর মারা গেছেন

সারাবাংলা/এসএমএন

প্রধানমন্ত্রীর শোক রাষ্ট্রপতির শোক শাহ আলমগীর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর