Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে কৃষক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০১

।। ডিস্ট্রিক করেসপন্ডেন্ট ।।

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামে কৃষক দুলাল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের জেলা ও দায়রা জজের বিচারক মমতাজ পারভীন এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামের আনিছুর রহমান, শাবলু খান, রমজান আলী ও সোহেল রানা।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৬ সালের ৮ এপ্রিল ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামের নিজ বাড়িতে দুলাল তালুকদারকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার দিনই দুলালের বড় ভাই জাহাঙ্গীর তালুকদার বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নৃপেন্দ্রনাথ মন্ডল ও আসামিদের পক্ষে ছিলেন এ ই এম খলিলুর রহমান।

সারাবাংলা/এসএমএন

ক্ষেতলালে কৃষক হত্যা মামলা জয়পুরহাট

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর