Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের সঙ্গে কথা বললেন জাতিসংঘের বিশেষ দূত


২০ জানুয়ারি ২০১৮ ১৩:৫৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প পরিদর্শনে করেছেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি। তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত। শনিবার সকাল ৯টার দিকে তিনি টেকনাফের দমদমিয়া রোহিঙ্গা ক্যাম্পে আসেন। এসময় তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

কক্সবাজারের টেকনাফ নেচার পার্কের অভ্যর্থনা কেন্দ্রে ১০ জন রোহিঙ্গা পুরুষ ও ১০ জন নারীর সঙ্গে কথা বলেন ইয়াং। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কথা শুনেন তিনি।

সফরকালে তার সঙ্গে ছিলেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ক্যাম্পে নিয়োজিত আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তারা। বেলা ১২টার দিকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যান তিনি। এরপর দুপুরে রইক্ষ্যং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ইয়াং।

জাতিসংঘের এই বিশেষ দূত বুধবার রাতে ঢাকায় পৌঁছান। এরপর শুক্রবার দুপুরে তিনি কক্সবাজার আসেন। চলতি মাসে তার মিয়ানমার সফরের কথা ছিল। তবে নিষেধাজ্ঞার কারণে তিনি মিয়ানমারের পরিবর্তে বাংলাদেশে সফরে আসেন। সফরে ৫ দিন বাংলাদেশে থেকে ২৪ জানুয়ারি থাইল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/টিএম/এনএস/

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর