বিদেশে মিশনগুলোয় ২৪ ঘণ্টা সেবা দেওয়ার নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর
২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৩৭
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোয় প্রতিদিন ২৪ ঘণ্টা কনস্যুলার সেবা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এক বার্তায় এই তথ্য জানানো হয়।
বিদেশে বাংলাদেশ কূটনৈতিক মিশনগুলোয় পররাষ্ট্রমন্ত্রী একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী শিগগিরই ২৪ ঘণ্টার সার্বক্ষণিক কনস্যুলার সেবা লাইন চালুর এই নির্দেশনা দিয়েছেন।
আরও পড়ুন: উন্নয়নের মহাসড়কে প্রবাসীদের সম্পৃক্ত করতে চান পররাষ্ট্রমন্ত্রী
চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অভ্যর্থনা কক্ষ তথা কনস্যুলার সেবা কক্ষের আমূল পরিবর্তনের মাধ্যমে সেবাবান্ধব করার পদক্ষেপ নেওয়া জরুরি। প্রবাসীদের কনস্যুলার ও অন্য সেবার মান উন্নত করতে মিশনগুলোকে উদ্যোগী হতেও তিনি নির্দেশ দেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় প্রবাসীদের সম্পৃক্ত করতে পারলে রেমিটেন্স যেমন বাড়বে। বিনিয়োগও বাড়তে পারে। এসব ক্ষেত্রে সাফল্য অনেকাংশে নির্ভর করে পারস্পরিক সোহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন ও যথার্থ সেবা দেওয়ার ওপর। এছাড়া পেশা অনুযায়ী প্রবাসীদের একটি ডাটাবেজ তৈরি করার উদ্যোগ নেওয়ার ওপরও তিনি তাগিদ দেন।
সারাবাংলা/জেআইএল/এমএনএইচ