Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি হাজীদের উন্নত সেবা দিতে রাজি মদিনার আদিল্লা চেয়ারম্যান


১ মার্চ ২০১৯ ১২:২৪

।। সারাবাংলা ডেস্ক।।

হজের সময় মদিনা শরীফে যাওয়া আসাসহ বাংলাদেশি হাজীদের উন্নত সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন মদিনা ন্যাশনাল আদিল্লা অফিস চেয়ারম্যান হাতেম জাফর বালী। এজন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) মদিনায় এক সৌজন্য বৈঠক শেষে তারা এসব বিষয়ে আলোচনা করেন। বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের হজযাত্রীদের মদিনা শরীফে থাকাকালীন মদিনা আদিল্লা অফিস পরিবহন ব্যবস্থাপনাসহ যেসব সেবা দিয়ে থাকে সেজন্য আন্তরিক অভিনন্দন জানান।

ধর্ম প্রতিমন্ত্রী, এ সময় বাংলাদেশী হজযাত্রীদের মদিনা শরীফে যাতায়াতের সময় উন্নত মানের বাস সরবরাহ করা এবং বাস সেবা প্রদানে সময় কমিয়ে আনার বিষয়টি তুলে ধরেন। এছাড়া, প্রতিমন্ত্রী বাংলা ভাষা জানা বাংলাদেশি নাগরিক কর্মকর্তা-কর্মচারী নিয়োগের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় আদিল্লা অফিসের চেয়ারম্যান বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রীকে হাজিদের কল্যাণে আদিল্লা অফিসের পক্ষ থেকে সকল হাজী বিশেষ করে বাংলাদেশি হাজিদের আরও উন্নত সেবার আশ্বাস দেন।

আদিল্লা চেয়ারম্যান বলেন, প্রয়োজনীয় কাগজ থাকা বাংলা ভাষী বাংলাদেশি নাগরিক পেলে তাদের নিয়োগের বিষয়টি তিনি নিশ্চিত করবেন। এ বিষয়ে তিনি বাংলাদেশ হজ অফিসের সহযোগিতা কামনা করেন।

সারাবাংলা/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর