Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশব্যাপী পালিত হচ্ছে পুলিশ মেমোরিয়াল ডে ২০১৯


১ মার্চ ২০১৯ ১২:৪৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার (১ মার্চ) সকালে মিরপুর পুলিশ স্টাফ কলেজ চত্বরে নির্মিত ‘পুলিশ মেমোরিয়াল ডে ২০১৯’ উদ্বোধনের পর মিরপুর পুলিশ স্টাফ কলেজ চত্বরে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা জানান।

এ সময় মন্ত্রী বলেন, ‘শৃঙ্খলা-নিরাপত্তা প্রগতি’ মন্ত্রে দীক্ষিত পুলিশের সদস্যরা জনগণের জান-মালের নিরাপত্তায় দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য নিহত ও আহত হন।’

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘দেশর জন্মলগ্ন হতে স্বাধীনতার চেতনা যে বাহিনীর হৃদয়ে প্রোথিত, সে পুলিশ বাহিনী গণতন্ত্রের অগ্রযাত্রায় সহযাত্রী হবে; ভূমিকা রাখবে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে।’

পরে মন্ত্রী, ২০১৮ সালে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান ও জনগণের জানমাল রক্ষায় কর্তব্যরত অবস্থায় ১৫৮ জন পুলিশ সদস্যের পরিবারকে স্বীকৃতি স্মারক ও উপহার তুলে দেন।

পুলিশ সদস্যদের স্মরণে দেশব্যাপী পালিত হচ্ছে ‘পুলিশ মেমোরিয়াল ডে ২০১৯’।

সারাবাংলা/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর