Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিগগিরই সহায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি: ফখরুল


২০ জানুয়ারি ২০১৮ ১৩:৪৫

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: খুব শিগগিরই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ পরিদর্শনে গিয়ে শনিবার দুপুরে এ কথা জানান তিনি।

জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।

রাষ্ট্রীয় সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর টানা ৩ বছর আন্দোলন করেছে বিএনপি। কিন্তু বিএনপির দাবি উপেক্ষা করে ২০১৪ সালের ৫ জানুয়ারি দলীয় সরকারের অধীনেই নির্বাচন সম্পন্ন করে সরকার।

এর পর গত দুই বছর ধরে নির্বাচনকালীন ‘সহায়ক’ সরকারের কথা বলে আসছে বিএনপি। গত বছর লন্ডন সফর থেকে ফিরে রূপরেখা দেওয়ার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু দেননি।

ড্যাবের ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ফখরুল বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আজ যে সংকট চলছে, তা নিরসনের একমাত্র উপায় একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আর এই নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার।’

`আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, দলীয় সরকারে অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এ জন্য খুব শিগগিরই জাতির সামনে নির্বাচনকালীন ‘সহায়ক’ সরকারের রূপরেখা তুলে ধরবে বিএনপি’ — জানান ফখরুল।

সারাবাংলা/এজেড/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর