Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেশিরভাগ নিত্যপণ্যের দাম চড়া


১ মার্চ ২০১৯ ১৪:০৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: মাছ-মাংসসহ বাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম চড়া। বেড়েছে ডিম মুরগি ও সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের দামে তেমন কোনো পরিবর্তন আসেনি।

মুরগি ও ডিম ৫ থেকে ১০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। শিম, টমে‌টো, করলাও কে‌জি‌তে ৫ থে‌কে ১০ টাকা বে‌শিতে বিক্রি। পেঁয়াজ বি‌ক্রি হ‌চ্ছে কে‌জি‌তে ৫ টাকা বে‌শি দ‌রে। স্থিতিশীল দেখা গেছে, গরু ও খাসির মাংসের দামে।

bazar 1

শুক্রবার ছুটির দিনে সাধারণত নিত্যপণ্যের বাজারে ভিড় দেখা যায়। তা‌দের বি‌বেচনায় গত সপ্তা‌হের চে‌য়ে দাম বে‌ড়ে‌ছে প্রায় সব সব‌জির।

‌পেঁয়া‌জের দাম ছাড়া মুদি দোকানের পণ্যের দামে গত সপ্তা‌হের তুলনায় প‌রিবর্তন আসেনি।

বিক্রেতারা জা‌নি‌য়ে‌ছেন, ডিম ও মুরগির দাম বেড়েছে। আর বাজা‌রে মা‌ছের সরবরাহ কম থাকায় সাম‌নের দিনগু‌লো‌তে দাম বে‌ড়ে যে‌তে পা‌রে।

আপাতত স্থিতিশীল আছে মাংসের বাজার। কেজি প্রতি গরু মাংস ৫০০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা দরে।

রাজধানীর ক‌য়েক‌টি সব‌জির বাজার ঘু‌রে দেখা গে‌ছে, দেশি পেঁয়া‌জের দাম বে‌ড়ে‌ছে ৫ টাকা, শি‌ম ১০ টাকা, ফুলক‌পি ১০ টাকা, ট‌মেটো ৩০ টাকা থে‌কে ৪০ টাকা হ‌য়ে‌ছে। আর করলা ৮০ থে‌কে ১০০টাকা কে‌জি‌তে বি‌ক্রি হ‌চ্ছে। মাছ বাজা‌রে তেমন উঠানামা নেই। বাজারে ইলিশ মাছের যথেষ্ট সরবরাহ থাকলেও দাম বেশ চড়া।

সারাবাংলা/এসএ/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর