প্রধানমন্ত্রীর আত্মীয় ও সেনা কর্মকর্তা পরিচয়ে আটক ১
১ মার্চ ২০১৯ ১৪:৪৫ | আপডেট: ১ মার্চ ২০১৯ ১৪:৫৫
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ও গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর উত্তরা থেকে সাজ্জাদ হোসেন (৬২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১ মার্চ) সকালে তাকে উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব- ৩ এর মেজর মো. মারুফ হাসান।
তিনি বলেন, সাজ্জাদ হোসেন দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী ও গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষের কাছে প্রতারণা করে আসছিল। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আজ বিকেল ৫ টায় র্যাব-৩ এর টিকাটুলি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সারাবাংলা/ইউজে/জেএএম