Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপিলে ডাকসুর প্রার্থিতা ফিরে পেলেন ৫ প্রার্থী


১ মার্চ ২০১৯ ১৯:৪১

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

ঢাবি: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন পাঁচ প্রার্থী। তারা সবাই প্রাথমিক প্রার্থিতার তালিকা থেকে বাদ পড়েছিলেন। পরে তারা আপিল করলে কর্তৃপক্ষ তাদের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করে।

শুক্রবার (১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে তাদের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই। ওই পাঁচ জন হলেন- এ আর এম আসিফুর রহমান, উম্মে হাবিবা বেনজির, ইশাত কাশফিয়া ইলা, শাফায়াত হাসনাইন সাবিত ও অন্যজনের নাম জানা যায়নি।

বামজোট সমর্থিত প্যানেলে জিএস প্রার্থী উম্মে হাবীবা বেনজীর তার প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের রিটার্নিং কর্মকর্তা কামরুন নাহার আমাকে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি জানিয়েছেন।’

সারাবাংলা/কেকে/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

১০ ব্যাংকে নতুন এমডি নিয়োগ
২১ অক্টোবর ২০২৪ ১৮:৪০

সম্পর্কিত খবর