Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর প্রেক্ষাপটে সন্তোষজনক ভোটার উপস্থিতি’


২ মার্চ ২০১৯ ১৬:২৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদের উপ-নির্বাচনে সবমিলিয়ে ৩১ শতাংশের বেশি ভোটার উপস্থিতি হয়েছে। এটি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, সমগ্র পৃথিবীর প্রেক্ষাপটে ভালো এবং সন্তোষজনক ভোটার উপস্থিতি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২ মার্চ) দুপুরে সর্ব-ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পাশ্ববর্তী নির্বাচনি কার্যালয়ে এই সভা হয়।

কম ভোটার উপস্থিতির কারণ তুলে ধরে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বলেন, ‘সব সময় উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়। সেখানে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বি ছিল না। বিএনপি পরাজয়ের ভয়ে আগেই পালিয়ে গেছে। তারপর সেদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। তিনদিনের ছুটিতে অনেকে গ্রামের বাড়ি গিয়েছে। এরপরও সবমিলিয়ে ৩১ শতাংশের বেশি ভোটার উপস্থিতি, যা সন্তোষজনক।’

হাছান মাহমুদ বলেন, ‘একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এতে গণতন্ত্রের বিজয় হয়েছে। আর খন্দকার মোশাররফ হোসেন সাহেবদের তো ৩০ ডিসেম্বর বাংলাদেশের জনগণ দুই গালে চপেটাঘাত দিয়ে বিদায় করে দিয়েছে। সেই আঘাতের ব্যথা এখনো যায় নাই। সেই কারণে তারা ডিএনসিসি নির্বাচনে অংশগ্রহণ করে নাই।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতুত্বে অপ্রতিরোধ গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলো বিএনপি-জামায়াত এবং ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট, তারা বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তারা বিদেশে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত’, অভিযোগ করে বলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

এসময় সর্ব-ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতাদের বিএনপির এই অপপ্রচারের বিরুদ্ধে বিদেশে সোচ্চার হওয়ার আহ্বানও জানান তিনি।

ড. কামাল হোসেনের বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘গতকাল ড. কামাল হোসেন বলেছেন তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বন্দুক দিয়ে গণতন্ত্র হাইজ্যাক করেছিল, সেই তাদের সঙ্গে নিয়ে কামাল হোসেন নাকি গণতন্ত্র পুনরুদ্ধার করবেন?’

রোহিঙ্গা ইস্যুর এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘মিয়ানমার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অব জাস্টিসের সদস্য নয়, কিন্তু বাংলাদেশ সদস্য। তাই ইন্টারন্যাশনাল কোর্টে যাওয়ার ক্ষেত্রে কিছু জটিলতা আছে। সেই জটিলতা নিরসন করার ক্ষেত্রে কাজ হচ্ছে। আপনারা পত্র-পত্রিকায় সেটা দেখেছেন। সুতরাং এ নিয়ে কাজ হচ্ছে।’

সভায় সভাপতিত্ব করেন সর্ব-ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। সভায় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর