Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ


৩ মার্চ ২০১৯ ১০:৩৩

।। স্পোর্টস ডেস্ক ।।

হ্যামিল্টন টেস্টে ৫২ রান ও ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের জোড়া সেঞ্চুরিতেও শেষ রক্ষা হলো না টাইগারদের।

দ্বিতীয় ইনিংসে ৪২৯ রান তুলতেই ইনিংস থামে টাইগারদের। তাতে কিউইদের কাছে ইনিংস ও ৫২ রানের ব্যবধানে হারে বাংলাদেশ।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৩৪ রান তোলে লাল সবুজ জার্সিধারীরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৭১৫ রানে ইনিংস ঘোষণা করে কিউইরা। এরপর কিউইদের রানের পাহাড়ের বিপরীতে সৌম্য ১৪৯ ও মাহমুদউল্লাহ ১৪৬ রানের ইনিংস খেললেও ৪২৯ রানেই থামে টাইগার ইনিংস।

কিউইদের ৪৮১ রানের বিপরীতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আগের দিনের ৪ উইকেটে ১৭৪ রান নিয়ে রোববার (৩ মার্চ) চতুর্থ দিনের ব্যাটিংয়ে নামেন অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান সৌম্য ও অধিনায়ক মাহমুদউল্লাহ। চতুর্থ দিনের ব্যাটিংয়ে নেমে দুজন মিলে শতক তুলে নেন, পাশাপাশি গড়েন ২৩৫ রানের জুটি। যা পঞ্চম উইকেটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রানের জুটি।

এরপর দলীয় ৩৬১ রানে সৌম্যকে বোল্ড করে ফেরান বোল্ট। তাতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। একদিক থেকে অধিনায়ক মাহমুদউল্লাহ হাল ধরে রাখার চেষ্টা চালিয়ে গেলেও, লিটন ১, মিরাজ ১ ও আবু জায়েদ ৩ রান করে ফেরেন।

এরপর দলীয় ৪২৯ রানে ব্যক্তিগত ১৪৬ রানে মাহমুদউল্লাহকে ফেরান সাউদি। তার বলে বোল্টের হাতে ক্যাচ দিয়ে ফেরেন টাইগার অধিনায়ক। এরপর রান যোগ হওয়ার আগেই শূন্য হাতে ফেরেন এবাদত। তাতেই শেষ সেশনে ৪২৯ রানে থেকে যায় টাইগারদের ইনিংস।

তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৪/১০

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৭১৫/৬, ১৬৩ ওভার (ইনিংস ঘোষণা)

বাংলাদেশ ২য় ইনিংস: ৪২৯/১০, ১০৩ ওভার

সৌম্য ১৪৯, মাহমুদউল্লাহ ১৪৬, তামিম ৭৪, সাদমান ৩৭, লিটন ১, মিরাজ ১, আবু জায়েদ ৩, খালেদ ৪*, ইবাদত ০।

উইকেট: বোল্ট ৫ (১২৩ রান), টিম সাউদি ৩ (৯৮), ওয়েগনার ২ (১০৪)।

ফল: নিউজিল্যান্ড ইনিংস ও ৫২ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: কেন উইলিয়ামসন

সারাবাংলা/এসএন

টেস্ট নিউজিল্যান্ড বাংলাদেশ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর