Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যায় আফগানিস্তানে অন্তত ২০ জনের মৃত্যু


৩ মার্চ ২০১৯ ১১:২৩

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

আকস্মিক বন্যায় আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ। স্থানীয় সময় শনিবার (২ মার্চ) এক বিবৃতিতে সংস্থাটি এই তথ্য জানায়। পাহাড়ি ঢল ও ভারি বর্ষণ এই বন্যার কারণ। খবর রয়টার্সের।

ওসিএইচএ’র বিবৃতিতে আরও বলা হয়, নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। বন্যায় প্রায় দুই হাজার প্রায় বাড়ি ডুবে গেছে। ভেসে গেছে অনেক গাড়ি।

আকস্মিক বন্যা, আফগানিস্তান,

এদিকে, আফগান সরকারের বরাতে বলা হয়, বন্যায় হেরাত প্রদেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কান্দার প্রদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেওয়া হয়েছে।

সেখানের আর্গআন্দাব, দামান, স্পেন বোলদাক ও দান্দ জেলায় ১০ জনের মতো এখনো নিখোঁজ রয়েছে।

আকস্মিক বন্যা, আফগানিস্তান,

ওসিএইচএ সরকারের কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে। সংস্থাটির মতে, অন্তত পাঁচ শ যাযাবর উপজাতি নদী উপত্যকায় আটকা পড়েছে। তাদের উদ্ধার করা প্রয়োজন।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, আক্রান্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় সেখানে ত্রাণ সামগ্রী পাঠানো যাচ্ছে না।

সারাবাংলা/এনএইচ

আকস্মিক বন্যা আফগানিস্তান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর